স্বরচিত কবিতা

প্রকাশিত: ৪:১৫ অপরাহ্ণ , এপ্রিল ২৭, ২০২১

আমার মা আমার ভূবন
সামছুদ্দোহা(ফরিদ)
আমার মাকে ভালবাসি বলে
আল্লাহ আমাকে ভালবাসেন
অকৃত্রিম আদর সোহাগ পাই বলে
তাঁর পায়ে জান্নাত রেখেছেন।
দু চোখ ভরে দেখি তাঁর মুখ
মনে শান্তি আসে
মোর জান্নাত হাসে
দূর হয় সব দুখ।
দশ মাস দশ দিন
বহন করেছ তোমার পেটে
কঠিন প্রসব বেদনা দূর হয়েছে
কেবল সন্তানের মুখ দেখে।
তোমাকে আমায় ভালবাসতেই হবে
বাজি রাখতে হবে সব
সমস্ত ভালবাসা মলিন হবে
তুমি যে মা,শ্রেষ্ঠ নেয়ামত।
ক্ষণস্থায়ী এ ধরাতে
যেন না করি অবহেলা
তোমাকে ভালবেসে
কাটে যেন মোদের বেলা।
আমার জন্য কত কেঁদেছ
একটুকু অসুখ হলে
সারারাত চোখের পানিতে ভাসিয়েছ
তব সুখকে অবহেলে।
প্রস্রাব পায়খানা নোংরায়
কত রাত কেটেছে তোমার
সব কষ্ট সহিছ তুমি
শুধু চাঁদ মুখ টি দেখিবার।
বিপদে পড়লে সবার আগে
পাও তুমি খবর
আল্লাহর কাছে দোয়া করে
ধর তুমি সবর।
মায়ের বকা মধু সম
বন্ধুত্ব কথার চেয়ে ভাল
যারা বুঝেছে সুজন
তাদের দুজাহান আলো।
মা রত্ন নাই যার
সব থেকেও নাই তার
কটু কথায় না করি আঘাত
মিষ্ট কথায় দিব অধিকার।
তোমার প্রতিদান যেন হয়
শিশু সেবার মত
আদরে সোহাগে রাখব তোমায়
সদা অবিরত।

Loading