স্বরচিত কবিতা

প্রকাশিত: ১০:১৯ অপরাহ্ণ , এপ্রিল ২৬, ২০২১

প্রতিচ্ছবি
সামছুদ্দোহা(ফরিদ)
তোমার মাঝে দেখি আমায়,আমার মাঝে তুমি
সত্য-মিথ্যার প্রভেদে সত্য আসামী।
আয়নাতে প্রতিচ্ছবি রোদ্রে দেখি ছায়া
অদৃশ্যে জড়িয়ে আছে ভবের নির্মম মায়া।
কালো বল,কুৎসিত বল সেটা আসল নয়
সাধু মাঝে অসাধু রূপের আছে সম্যক ভয়।
কত কায়া,কত মায়া জড়িয়ে আছে ভূবন
কালোর মাঝে আলো এলে জুড়ায় মোদের নয়ন।
কত খেলা,কত মেলা বেলা-অবেলা
প্রতিফলন প্রতিস্বরণ রূপ স্বরূপের হেলা।
তোমার চোখের তারায় আমার ছবি হাসে
সেই না আবেগ গুলো প্রতিচ্ছবি হয়ে ভাসে।
ভাল ভাল প্রতিফলন ছড়িয়ে যাক জগত
সকল মত ভেঙ্গে এক হোক তার গতি পথ।
মানুষের প্রতিচ্ছবি হোক ভাল মানুষের অনুরূপ
বড়ত্বের কিশের ভয় হলে তার প্রতিরূপ?
শিল্পীর তুলির আঁচরে জগতের ছবি
নয়ন তারায় ভেসে উঠে তোমার প্রতিচ্ছবি।
চিরন্তণ সূর্য শিখা জ্বলে আবিরত
তার প্রতিফলনে জগত আলোকিত।
মহত্বের প্রতিফলন মহত্বই পায়
জগত সুন্দর সচল হয় অনুপম ধায়।
গুনি জনের গুনের প্রতিফলন ছড়িয়ে যাক ভূবন
সুন্দর মনের জন্ম নিবে ভরবে হৃদয় মন।
প্রতিচ্ছবির এই পৃথিবী ভালোর হোক ভাবনা
আজ থেকে ভেবে নিব প্রতিচ্ছবিই আপনা।

Loading