স্বরচিত কবিতা

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ , এপ্রিল ২৪, ২০২১

মোহ মন
সামছুদ্দোহা(ফরিদ)
তব মুখ খানি করি লেপন
মোর কবিতায়
দূর থেকে দেখি রয়েছ তুমি
কি সুন্দর প্রতিমায়।
ওগো সুহাসিনী, ওগো সুকেশিনী
ভাবছ কি হতাশায়?
তব তরে পল্লবে পল্লবে মন
করি কি হায়!
বসন্তের কোকিল গান যে গায়
মায়াময় সুরের মূর্ছনায়।
হাসিতে তোমার মুক্তা ছড়ায়
কেঁড়ে নেয় মন
তোমার আভেসে কাছে টানে
ভেবে অনুক্ষন।
প্রাণের ছোঁয়ায় পরশ লাগে
ভরে মন প্রাণ
হৃদয়ের ছোঁয়ায় হৃদয় জাগে
জাগে অফুরান।
আঁখি পটে আঁখি হাসে
হৃদয়ে স্বপ্ন দোলা
নিয়েছ কেঁড়ে ঘুম মোর
তবে কি যায় ভুলা?

Loading