স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , এপ্রিল ২৫, ২০২১ বড় মানুষ সামছুদ্দোহা(ফরিদ) বড় মানুষের বড় গুন যার সহচর্যে সমৃদ্ধ হয় হৃদয়-মন। যার আদর্শে মানুষ সত্যের পথ পায় যার অনুপ্রেরণায় মন আনন্দে ধায়। পার্থিব লোভ থেকে,থাকে সে নির্লোভ কারো আঘাতে থাকেনা তার ক্ষোভ। মানব মুক্তির গান,আছে তার মনে সংগোপনে আলোর সন্ধান তার ধ্যানে। পথের নির্দেশনা নিয়ে থাকে সে অগ্র পথে সত্য গানে আলোর বানে সে মাতে। নিজ কাজে থাকে না পেরেশান পায় সে প্রশান্তি খোদায়ী সম্মান। ফুটন্ত ফুলের ন্যায় তার সৌরভ বিলায় ভাল মানুষ তো থাকে সেই খেলায় মানুষের ভালবাসা অজান্তে নেয় সে কেঁড়ে রেখে যায় তার কর্ম ইতিহাস ঘিরে। স্বপ্ন দেখে পরের জন্য নিজের জন্য নয় ইতিহাসের পাতায় থাকে সে অক্ষয়। হৃদয়ের সংকীর্ণতা থেকে, থাকে সে দূরে মহত্বের বাণী শুনায় সে মহত্বের সুরে। অপরের কল্যাণে যার মন হাসে বিদ্বেষ প্রতিদ্বন্দ্বিতা যার মনে নাশে। কত মানুষ আসে যায়,রাখে না তার খবর সব কিছুই সমাপ্তি হয় দিয়েই কবর। তোমার মত মানুষ যারা হৃদয়ে পায় স্থান যুগ যুগান্তরের কিংবদন্তী তুমি মহিয়ান। শিখি তাদের কাছে বড় হওয়ার শিক্ষা দীক্ষীত হব তাদের কছে, নিব দীক্ষা। শেয়ার অন্যান্যবিষয়: