স্বরচিত কবিতা সামছুদ্দোহা ফরিদ সামছুদ্দোহা ফরিদ প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ , এপ্রিল ১৯, ২০২১ তুমি শুধু তুমি সামছুদ্দোহা(ফরিদ) আমার প্রাণের কথাগুলো তোমার প্রাণের ছুঁয়ায়, তোমার প্রাণের কথাগুলো আমার প্রাণের সুরে বাঁজে, তোমার বিহনে আমি পাথর, শুক তারা হয়ে খুঁজে। কষ্টগুলো অচেনা সুরে আহত বিহঙ্গের ন্যায় জ্বালাময় বাসনায় দুমড়ে মুচড়ে মরে। স্বপ্ন বাসনা জাগাও হেন দুঃখ দেওয়ার ছল কষ্টগুলো অবিরাম বৃষ্টি হয়ে ঝড়ে। স্মৃতি গুলো প্রীতি হয়ে শূন্য খাঁচায় ঝাঁপে মরুদ্যানের তপ্ত আভায় বাষ্প হয়ে ভাসে। তুমি ছিলে বলে প্রাণ ছিল স্পন্দন ছিল মনে, বুঝতে পারেনি তুমি ছিলে তখন মনের অবহেলে। শেয়ার অন্যান্যবিষয়: