স্বরচিত কবিতা

প্রকাশিত: ১:১৯ অপরাহ্ণ , এপ্রিল ১২, ২০২১

এ জীবন এ সময়
সামসুদ্দোহা ফরিদ)
ব্যস্তময় জীবনে
কেউ রাখে না কারো খবর
কষ্ট দুঃখের যন্ত্রণার মাঝে
কেবল ই সঙ্গী সবর ।
নিরিবিলি নিস্তব্ধ
অন্ধকার একাকী
জীবন যুদ্ধের সৈনিক তুমি
সকলের আয়োজনে রাখোনি বাকি।
স্বার্থের এই ধরায়
সবাই লুটে মজা
পরাজয়ে অক্ষমে
কেউ নেয় না সাজা ।
যৌবনের তারুণ্যে
ঘুরে বেড়ানো দুধের মাছিরা
আশেপাশে করে গুঞ্জন
এটাই আসল রূপ এটাই হলো ধরা ।
নিগৃহীত হবে তুমি
অবহেলা অবজ্ঞার
সুবাতাস ফিরবে না কখনো
দক্ষিণ সমিরনের বায় ।
কত তারুণ্য ছিল আমার
স্মৃতির মুখর হয়ে ভাসে
আজকে কেবলই স্বপ্ন
জীবন লগ্নে নাশে।
সুখের হাসি যত হাসো না কেন
সত্যিকারের সাথী কেউ নাই
মনে নিয়ে কেবল সান্তনা
যা কিছু ভাব ছাই ।
সকাল থেকে সন্ধ্যা
হিসাব করো কি পেলা
বেহিসাবি মনের জ্বালা
জীবন নয় আসলে ফেলা।
জীবনের যোগ বিয়োগ
মিলাতে যেও নাকো তুমি
নিঃশ্বাস শুধু বন্ধ হয়ে আসবে
আত্মঘাতী তুমিই আসামী ।
ভাল লাগেনা কোন কিছুই
স্মৃতির মোহনায় হন্যে হয়ে ঘুরে
একাকী আমায় পেয়ে
চেপে বসে ধরে।
জন্ম তোমার ছিলনা
ছিলনা তোমার হাত
মাঝখানে কিছু সময়
অবশেষে জীবন হবে বেহাত।
কত খেলা করেছ তুমি
অন্যের জীবন নিয়ে
জীবন যখন সাঙ্গ হবে
খুশি তুমি কি পেয়ে?
চোখের কান্না কেউ দেখে না
হৃদয়ের রক্তক্ষরণ
তোমার সাথী কেউ হবেনা
চরম উদাহরণ তার মরণ।

Loading