স্বরচিত কবিতা

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ , এপ্রিল ১১, ২০২১

শ্রেষ্ঠ ভালবাসা
সামছুদ্দোহা(ফরিদ)
তোমার জন্যই পৃথিবী
গড়েছেন আল্লাহ,
তোমার জন্যই আদম সন্তান
শ্রেষ্ঠ উম্মাহ।
ধন্য মোদের জীবন
তোমার উম্মত হওয়া
তোমার আদর্শেই মুসলিম
তোমার সুন্নাত পাওয়া।
প্রাণের চেয়ে ঢের বাসলে না ভাল
মুমিন হওয়া যায় না,
তোমার সাফায়াত না পাইলে
জান্নাত মিলবে না।
তুমি আমার শ্রেষ্ঠ ভালবাসা
আল্লাহর রহমত শ্রেষ্ঠ ধন তুমি
তুমি ছাড়া কিছুই হত না
অবনী হত শূন্য মরুভূমি।
তোমাকে দেখেছে যে চোখ
সে চোখ হয়েছে ধন্য
সে চোখের মানুষ সাহাবী
তাঁরা পৃথিবীর অনন্য।
তোমাকে ভালবাসার অন্তর
আমার হৃদয়ে যেন জাগে
তোমাকে স্বপ্ন দেখার সাধ
সদা আমার অন্তর মাগে।
তোমাকে সেবায় ধন্য হয়েছে
কাছে পেয়েছে যারা
আমি তোমার পাপী উম্মত
তোমার পাগল পারা।
একদিন গোলামী করে তোমার
ছাড়তে পারতাম যদি ধরা
নিজের জীবন ধন্য হত
ওগো হযরত,আমি দিশেগারা।
আমার যদি হত জনম
তোমার যুগের সময়
তোমার গোলাম হতাম আমি
সাহাবী তো নিশ্চয়।
তোমার তরে কোরবান আমার
শ্রেষ্ঠ ভালবাসা
তুমি রাহমাল্লিল আলামিন
কাওছারের মালিক, নিভৃত পিপাসা।
তোমার পরশে ধন্য যারা
আল্লাহর ওয়াদা নিয়েছে কেঁড়ে তারা
ঘোষিত তাঁদের স্বার্থক জীবন
বুনিয়াদে ইসলাম গড়েছে ধরা।
তুমি আল্লাহর সৃষ্টি আদি
তুমিই তাঁর অন্ত
সব কিছুই তোমার জন্যই গড়া
পৃথিবী আজ প্রাণনন্ত।
যারা তোমার পথের পথিক
জান্নাতে হবে তাদের বাস
তাঁর পথে পথ হোক
হোক সাধনা, হোক এ অভিলাশ।

Loading