স্বরচিত কবিতা

প্রকাশিত: ২:৫১ অপরাহ্ণ , এপ্রিল ১১, ২০২১

ফিরে আসো সোনা
সামসুদ্দোহা (ফরিদ)
নোংরা ড্রেসে উন্মুক্ত বেশে
চলেছ যুবতী আউলা কেশে।
যা ছিল তোমার খুবই গোপন
তা জাগিয়েছে পুরুষের সুপ্ত স্বপন।
ম্যাক আপে বাড়িয়েছে সুন্দর ভারি
যুবকের চোখ নিয়েছে কারি।
এভাবে প্রভাবিত যুবকের প্রাণ
মনে প্রাণে মোহিত সেক্সের ঘ্রাণ।
ধর্ষণে দায়ী আজ অসভ্য নারী
ওদের সৌন্দর্য ওরাই করেছে ফেরি।
কত যুবক ফাঁদে পড়ে ধর্ষক তার নাম
জীবন ধ্বংসে করেছে বদনাম।
ঠোঁটের লিপস টিকে বাকাঁ হাসির আষ্কারা
প্রেম যুদ্ধে যুবক দিশেহারা।
ফ্যাসনের ছদ্ম বেশে উলংগপনা
ধনীর দুলালীর একমাত্র উদ্দীপনা।
দোষ তো নয় বোন পোশাক তার দায়ী
তোমার মাঝে মায়ের স্বপ্ন তুমি মমতাময়ী।
তুমি ফিরে আস, লাজ তোমার বাড়ি
তুমি ছাড়া ফিরবে না ধরা তুমি যে অর্ধেক নারী।
সমাজ রাষ্ট্র গড়ায় তুনি সমান নারী
কেন তুমি ধ্বংসে সীমানা দিয়েছো ছাড়ি।
ফিরে আস যুবতি রুখে দাঁড়াও যুবক
সুশীল সমাজ নির্মিত হবে, নতুন করে আঁক ছক।
যুগে যুগে গড়ছে বসুধা কখনো ছিলনা স্থিতি
ফিরে আস সোনা,সব কিছু হবে অগ্রবতী।

Loading