স্বরচিত কবিতা

প্রকাশিত: ১২:০৫ অপরাহ্ণ , এপ্রিল ৮, ২০২১

অন্তিম পৃথিবী
সামছুদ্দোহা (ফরিদ)
পৃথিবী তুমি আজ কোন রূপে আছো
আমার বাংলা ভালো নেই!
তুমি তো ভালো !
কেবল তো মানুষগুলো পাল্টিয়েছে
তারা সোনার বাংলায় সোনা ফলিয়েছে
ভিক্ষুকের খাবার খাচ্ছে লুটে
তোমাকে দিয়ে বিকিয়ে,
বিক্রিত বিকৃত বাঘের গ্রাসে তুমি
হননে হননে ক্ষত বিক্ষত,
কে রুখবে তোমায়?
সোনালী রবী, সোনার বাংলায়, সবুজ ঘাসে
কোন এক সকালে দিবে কি কিরণ?
অপেক্ষমান হবে কি ভোরের পাখিরা?
না! ফিরবেনা জানি!
তুমি তো চলেছে পৃথিবীর পথে
অন্য মায়া লোকে, অন্য ভুবনে
জানো? গোটা পৃথিবীটাই এমন
কেহ কাঁদায়, কেহ হাসে
সিরিয়া কাঁদে, কাশ্মীরি কাঁদে,
কাঁদে ফিলিস্তিন, কাঁদে দিল্লি,
অসহায় আর্তনাদে।
বেদনায় আমার কবিতা কাঁদে,
কেঁপে ওঠে অন্তর।
আদম জাতিকে যারা ভিন্ন করেছে,
মানবতাকে যারা করেছে ছিন্ন,
আর অনাচারে ব্যাভিচারে
পৃথিবী কে করেছে ছয়লাভ,
পৃথিবী নিবে তার প্রতিশোধ
কেমনে রুখবে তোমরা?
পারলে না তো অদেখা করোনা কে রুখতে
মানব সীমা হয়েছে শেষ।
আকাশের মালিকের হয়েছে শুরু
আর কত জঘন্য হতে পারবে
পৃথিবীর মানচিত্র হবে শেষ।

Loading