স্বরচিত কবিতা

প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ , এপ্রিল ৭, ২০২১

বিদ্রোহী হতে শিখি

সামছুদ্দোহা ফরিদ
বিদ্রোহী হতে শিখি,
নজরুলের অগ্নিবীনায়
অমর গাঁথা বিদ্রোহীতে
রবী ঠাকুরের চরণে
কোরআন কিংবা পুরানে।
বিদ্রোহী হতে শিখি,
নিজ পশুত্বকে দমনে
হিংসা, দ্বেষ, অহমিকাকে
আঘাতে আঘাতে হননে।
বিদ্রোহী হতে শিখি,
সকল অপশক্তির বিরুদ্ধে
যেখানে বাস করে হায়েনা
সমাজ কিংবা রাষ্ট্রের
স্তরে স্তরে, পরতে পরতে।
বিদ্রোহী হতে শিখি,
নিজ স্বকীয়তা বজায় রাখতে
ভাল ইচ্ছার হিফাজতে
গোটা বিশ্বকে গড়তে
অপশক্তির ইচ্ছার দাপট রুখতে।
বিদ্রোহী হতে শিখি,
হৃত স্বাধীনতা পুনরুদ্ধারে
৫২,৭১এর অভিজ্ঞতায়
মোদের মুক্ত সোনার বাংলা
জাতির জনকের বলিষ্ঠ কন্ঠে।
বিদ্রোহী হতে শিখি,
মিথ্যা,কুসংস্কার, গুজবের বিরুদ্ধে
যেখানে মানুষ পাপে নিমজ্জিত
অজ্ঞতাকে দুমড়ে মুচড়ে দিয়ে
সুশীল সমাজ বিনির্মাণে
বিদ্রোহী হতে শিখি
সত্যের প্রতিষ্ঠায়
অসত্য কে দমনে
যেখানে বিশ্বাস ঘাতকেরা
বিষাক্ত নিশ্বাসে ভরে দিয়েছে ধরা।
বিদ্রোহী হতে শিখি
আবু জেহেল দোসরদের বিরুদ্ধে
যারা মিথ্যাচার, অপবাদ নিয়ে খেলে
অন্ধের মত দুটো চোখ না খুলে
হিতাহিত জীবন পরিসীমা ভুলে।
বিদ্রোহী হতে শিখি
ন্যায়ের কথা বলতে শিখি
প্রতিবাদের ভাষা শিখি
শিখি সুব্দর জীবন গড়তে
মানুষ হতে শিখি ভাল কিছু জানতে।

 

Loading