স্বরচিত কবিতা

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ , এপ্রিল ৮, ২০২১

অকাট্য কথা
সামছুদ্দোহা(ফরিদ)
মনের আসনে আসীন যিনি
তিনি হবেন পূজনীয়
অন্য কেহ নয়
জীবন মালিক যাকে জানি।
একে একে শেষ হবে সব
তিনি রবেন রব একা
বিচারের দিনে উছিলায়
তিনি দিবেন দেখা।
সৃজিয়ে মানুষ,সৃজিয়ে পশু
সাজালেন এ ধরা
অনন্ত জীবন সমৃদ্ধ হবে
মালিক কে চিনেছে যারা।
কোন কিছুই তো নয়ত স্থায়ী
একে একে যেতে হবে সবার
চোখ বুঝে থাকিস কেন
আজ আমার,কাল তোমার।
খেয়েছি আমি কত পশু
খেয়েছি তার মাংস কলিজা হাড়
আমাকে যেতে হবে কবরে
পোকা খাবে কলিজা আমার।
এত কেন স্পর্ধা,এত কেন ঔদ্ধত্য
অন্য কে ভাবনা তুমি মানুষ
ক্ষণস্থায়ী ক্ষমতায়
তুমি অন্ধ, তুমি বেহুশ।
দিয়েছেন জীবন বিধান
দিয়েছেন সীমীত সময়
নিজেকে ভাব কেন
অযথা চির অক্ষয়।
প্রকৃতির রীতি যথাযথ
তুমি কেন তথাকত
যা ইচ্ছা তাই
নাই জ্ঞান তোমার হিতাহিত।
যিনি করেছেন সৃজন
আমরা তার ভজন
হবো না কখনো পথ হারা
হব মোরা চির সুজন।
চির শান্তির পথ করব সূচনা
অনুস্বরণে প্রিয় নবীজী
তাঁর রাহে সব করব ত্যাগ
ব্রত হোক মালিকের রাজী।
সত্য মিথ্যা খেলায়
থাকব না অন্ধকারে
মেনে নিব সত্য বাণী
থাকব না নির্বিকারে।
কিশের মাঝে ডুবে থাকব
সবই তো সবার পর
আত্নভুলা হস না মন
এ ভূবন তো ক্ষণিকের ঘর।


 

Loading