ধর্মের লেবাসে

প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ , এপ্রিল ৬, ২০২১

মো. আলী আশরাফ মোল্লা।

কেউ করে অবকাশ
আর কারো হয় সর্বনাশ
কেউ ধর্মকে পুজি করে
সমাজে বিবেদ সৃষ্টি করে।

ধর্মকে পুজির মূল মন্ত্র ধরে
কত জনই এই সমাজে কত কিছু করে
ধর্মের নীতি আদর্শ বানী শুনিয়ে
গুড়ামী আর ভন্ডামী নিজেই লালন করে।

ধর্মের জ্ঞান আছে কার মাঝে কতটুকু
এই কথা নিজে ছাড়া জানেই বা আর কে!
অথচ নিত্যই হুংকার আর চেচামেচিতে
স্বয়ং ধর্মপ্রাণ মুসলিমরাই বিপাকে পরে।

ওয়াজ, মঞ্চ,বক্তৃতা বিবৃতিতে
বকাবকি চলে দেদারসে
কে কাকে ফতোয়া দিবে
কাফের মোশরেক বলে।

ধর্মের কথার আড়ালে থাকে শুধু
টাকা কামানোর ফন্দি ফিকিরে
সবাইকে বোকা বানিয়ে মঞ্চে লাফিয়ে
তারা ফায়দা হাসিল করে।

কেউবা ইসলামের দোহাই দিয়ে
লেলিয়ে দেয় অবুঝ শিশুদেরকে রাজপথে
কত বাবা মার বুক খালি করে
যায় না তারা একবারও সান্ত্বনা দিতে তাদের কাছে।

ইসলাম শান্তির কথা বলে
অথচ এটাকেই তারা অশান্ত করে তোলে
শান্তি সুখ আর সম্প্রতি বাদ দিয়ে
লিপ্ত হয় মারামারি আর কাটাকাটিতে।

ধর্মকে নিয়ে বাড়াবাড়ি করতে
নিষেধ করেছেন বিশ্বনবী
আর এখন ধর্মকে কেন্দ্র করেই
হাজারো বিবেদ সৃষ্টি করছেন মৌলবাদী।

আসুন সবাই ধর্মকে জানি লালন করি
আগে নিজে মানি তারপর অন্যকে বলি
ধর্মের আগাছা মুছে দিতে কারো প্ররোচনায় নয়
প্রকৃত শিক্ষা ধর্ম থেকেই নিজেই অর্জন করি।

Loading