ধামরাইয়ে মহান স্বাধীনতা দিবস পালিত,মুক্তিযোদ্ধাদের সংর্বধনা

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ , মার্চ ২৬, ২০২১

ধামরাই উপজেলায় মহান স্বাধীনতা (২৬ মার্চ)সুবর্ণজয়ন্তী দিবসে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।
আজ শুক্রবার প্রথমে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পণও জাতীয় পতাকা উেওালনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্ধোধন করেন স্থানীয় এমপি বেনজির আহমদ।পরে ধামরাই উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন আয়োজনে ১০ জন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে সন্মানী প্রদান ও ছয়শত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়।এরপর উপজেলা নিবার্হী কর্মকর্তা মো: সামিউল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্থানীয় এমপিও ঢাকা জেলা আ’লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা বেনজির আহমদ , পৌর মেয়র গোলাম কবির,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আ: রহমান,বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,ভাইস চেয়ারম্যান এ্যাড. সোহানা জেসমিন, সিরাজ উদ্দিন,, সহকারি কমিশনার (ভূমি) অন্তরা হালদার ,আ’লীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু প্রমুখ। এদিকে মসজিদ, মন্দির, গীর্জা ও অন্যান্য উপসনালায় মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সাংস্কৃতিক দল বিভিন্ন কর্মসূচি পালন করে।

Loading