সাভার আশুলিয়া কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ , মার্চ ১৬, ২০২১

১৫ মার্চ সোমবার বিকেলে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাভারের কলমা এলাকার সিকদার স্কুল এন্ড কলেজের সেমিনার কক্ষে স্বাস্থ্য-সুরক্ষা বিধি মনে সাভার আশুলিয়া কিন্ডার গার্টেন এসোসিয়েশন এর নতুন আহ্বায়ক কমিটি গঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সাভার ও আশুলিয়ার ৩০ টি স্কুলের প্রধানগণ ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন কমিশনের দায়ীত্ব পালন করেন সিককদার স্কুল এন্ড কলেজের প্রধান মোঃ মতিউর রহমান সিকদার ।

ভিডিও

সতস্ফুর্ত ভোটগ্রহণ শেষে ফলাফলে জানা যায় সানমুন প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের প্রধান মোহাম্মদ সায়েম উদ্দিন রাশেদ অাহ্বায়ক ও
চারাবাগ গ্লোরিয়াস স্কুলের প্রধান মোঃ মইনুল হাসান হেলাল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন
সমন্বয়কারী (সাংগঠনিক) সচিবঃ
মোঃ মেহেদী হাসান ভূঁইয়া-
ইউনাইটেড আইডিয়াল স্কুল।
অর্থ সচিবঃ
আরিফ আল হাসান-
দবির উদ্দিন বেপারী পাবলিক স্কুল।

কার্যকরী সদস্য

১। মোহাম্মদ আল আমিন সরকার,
সরকার মডেল একাডেমী এন্ড পলিটেকনিক ইনস্টিটিউট ।
২। মোঃ মুশফিকুর রহমান,
সাইন্স ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ।
৩। মোহাম্মদ মনসুর আলী
হাজী মহর আলী স্কুল এন্ড কলেজ।
৪। ফেরদৌস রহমান,
জ্যোতির্ময় আইডিয়াল স্কুল।

ভোটের মাধ্যমে নির্বাচিত আহ্বায়ক কমিটিকে অভিবাদন জানান বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন ও ফেডারেশন অফ কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ এর নেতৃবৃন্দ।

এসময় সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকমন্ডলী সহ বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দগণের মধ্যে উপস্থিত ছিলেন
১। আলহাজ্ব ডাক্তার মোঃ হাসান আলী -চেয়ারম্যান। বাংলাদেশ কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশন।
২। মোহাম্মদ ইস্কান্দার আলী হাওলাদার- মহাসচিব।
৩। খন্দকার রেহান উদ্দিন -অর্থ সচিব।
৪। প্রফেসার এসএম নজরুল ইসলাম -সাংগঠনিক সচিব এবং ফেডারেশন অফ কিন্টারগার্টেন অ্যাসোসিয়েশন বাংলাদেশ কেন্দ্রীয় সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন
১। আ ফ ম ওবায়দুল হক সহ-সভাপতি।
২। মোঃ মনির হোসেন- মহাসচিব।
৩। এস এম নাসির- যুগ্ন মহাসচিব।
৪। মোঃ ইসরাফিল খোকন যুগ্ন মহাসচিব। প্রমুখ।

Loading