রামগড় থানা পুলিশের আয়োজনে ঐতিহাসক ৭ ই মার্চ পালন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ , মার্চ ৭, ২০২১

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের স্বীকৃতি প্রাপ্তিতে আনন্দ উদযাপন, কেক কাটা, আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে রামগড় থানা পুলিশ।
রোববার (৭ই মার্চ)বিকেলে রামগড় থানার সম্মেলন কক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনির হোসেন এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: মনিরুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ, রামগড় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফা হোসেন, সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।
এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Loading