কক্সবাজারে ট্রাক চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

প্রকাশিত: ৫:২০ অপরাহ্ণ , মার্চ ৭, ২০২১

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের চাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে। আজ রোববার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আহত এডভোকেট ওসমান গনি। তাঁর বাড়ি চকরিয়ার বদরখালীতে। 

আজ সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সদস্য এডভোকেট একরামুল হুদা। এর আগে ঘটনাস্থলে এক নারী ও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেক যুবক। শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝায় ট্রাক পথচারীর উপর উঠিয়ে দিলে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০), বদরখালীর এডভোকেট ওসমান গনি (৪২) ও ঢাকার উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। এসময় আহত হয়েছেন বেশ কয়েকজন।

কক্সবাজার শহর পুলিশ ফাড়ির এসআই আনোয়ার হোসেন জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক (চট্ট মেট্রো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে চাপা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ পথচারী।

আহতরা হলেন- উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হক (১৭) সহ অন্তত ১০ জন। খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ঘটনাস্থলে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। পরে চমেকে চিকিৎসাধীন অবস্থায় আরও এক জনের মৃত্যু হয়।

Loading