রামগড়ে পরিবার পরিকল্পনা বিভাগের উদ্বুদ্ধকরণ কর্মশালা

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ , মার্চ ৮, ২০২১

খাগড়াছড়ির রামগড়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮মার্চ) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদ মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান হাছিনা আক্তার, পৌরসভার নারী কাউন্সিলর কনিকা বড়ুয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষিকা নাজমা আক্তার, সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু, নিজাম উদ্দিন প্রমুখ।
কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্য বিয়ে, কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের কর্মকর্তা রফিকুল ইসলাম ।
কর্মশালায় সংবাদমাধ্যম প্রতিনিধি, জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় গুরু, ইমামসহ বিভিন্ন পেশাজীবি অংশগ্রহণ করেন।

Loading