কিশোরগঞ্জে প্রথম বাংলাদেশের পতাকা ওড়ান কামরুজ্জামান

প্রকাশিত: ৯:৩০ পূর্বাহ্ণ , মার্চ ৬, ২০২১

১৯৭১ সালের ৬ মার্চ শহরের অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরু কিশোরগঞ্জে সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকায় সর্বপ্রথম পতাকা উত্তোলন করার পর তদানীন্তন ছাত্রনেতা প্রয়াত সাবেক সংসদ সদস্য আলমগীর হোসেন ঢাকা থেকে পতাকার ডিজাইন নিয়ে আসেন। পরবর্তীতে তিনি পতাকার এ ডিজাইন গোপনে অকুতোভয় ছাত্রনেতা কামরুজ্জামান কমরুকে দেন ৷

এ ডিজাইন পেয়ে কামরুজ্জামান কমরু শহরের রথখলার মর্ডান টেইলার্সের মালিক ময়না খলিফাকে দিয়ে ১টি পতাকা তৈরি করান ৷

৬ই মার্চ সুপারি গাছ বেয়ে শহরের কালীবাড়ি মোড়ের রঞ্জিত ঘোষের দোকানের ছাদে কামরুজ্জামান কমরু উত্তোলন করেন সবুজ জমিনে লাল বৃত্তের মাঝখানে হলুদ কাপড়ে আঁকা বাংলাদেশের মানচিত্র খচিত স্বাধীন বাংলার পতাকা ৷

ওই সময় তার সঙ্গে ছিলেন মধু ঘোষ, মকবুল হোসেন পান দোকানদার এবং উল্কা হোটেলের কর্মচারী মিস্ত্রি মিয়া ।##য়ুগান্তর

Loading