এখানে জন্ম দেয় না সবুজের স্বপ্ন – অনিন্দ্য টিটো

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ , মার্চ ৩, ২০২১
বই মিথ্যে বোগাস
হৃদয়, প্রেম, ভালোবাসা, চাওয়া-পাওয়ার প্রত্যাশা!
এখানে বেঁচে থাকার স্বপ্নরা
পোড়া ইট;
মেকি সৌন্দর্য আর চাকচিক্যে ডুবে থাকা
এখানে অহংকারের মেকি পয়সায় তুচ্ছ ভালোবাসা।
সবই মিথ্যে বোগাস
মিলনের অপেক্ষা, আবেগের আলিঙ্গন, ছোঁয়ার আকুলতা।
ভালোবাসার ঠোঁটে গালে আঁকা
চুমুর স্মৃতিচিহ্ন;
তরঙ্গহীন সমুদ্রের বালিপাড়ে বসে থাকা
এখানে ঘন হয়ে আসা শ্বাস-প্রশ্বাসে লাম্পট্যের ইতিকথা।
এখানে স্পর্শে শিহরিত হতে নেই
অপেক্ষায় অস্থির, স্বেচ্ছায় সমর্পন
মন্ত্রমুগ্ধ হয়ে পরাজিত হতে বারণ
এখানে একাকীত্বের যন্ত্রণারা ছুঁয়ে দেখে বরফ;
এখানে ভালোবাসা তপ্ত মরুভুমি
জন্ম দেয় না সবুজের কোন স্বপ্ন
বাতাসের সাথে উড়ে যায় প্রেম
এখানে ভালবাসা ক্রীতদাস, কামনারা নিরব।
এখন যে সময়
মুখ চেটে চুটে কাঁচা-পাকা মিথ্যা বলাদের-
মোনাফেকদের ভং ধরা;
এখানে ভালবাসা বলতে কিছুই নেই
কেবলি সময় পার করা।
## মার্চ ৩, ২০২১।

Loading