স্বরচিত কবিতা “নিন্দুক”

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ২৫, ২০২১


নিন্দুককে নিন্দার আগুনে
জ্বলতে দাও তুমি
এ আগুনে দাহ হবে
এ সত্য মোরা জানি।
কত লোক হল গত
এ আগুনে পুড়ে
তুমি বেটা কোন ছাই
দেখ বেটা মরে।
তুমি এত বড় নও
আকাশ অনেক উঁচু
আসলে মিছে ভাবে
তুমিই বেশ পিছু।
নিন্দা করে যারে
রেখে দিবে দূরে
সেও কোন দিন ভাই
সবার সেরা হতে পারে।
তুমি নিজেকে একক ভাব
সে ভাবনা মিছে
অনেক বড় আছে ধরায়
সেক্ষেত্রে তুমি পিছে।
অন্যকে করে অপমান
নিজেকে করেছ বাজে
অন্যের কাছে অথর্ব তুমি
প্রয়োজনে আসবে না কাজে।
ব্যাধি নিন্দা কর তুমি দূর
তোমার দু কান মলে
অন্যের পিছে না লেগে
আগাও,নিজ কর্ম বলে।
ভাঙ্গা গড়ার এ ধরায়
আমরা হয়েছি নগণ্য
পরের প্রশংসা করে
আমরা হতে পারি ধন্য।

Loading