এ এস মিউজিক স্টেশন থেকে আসছে ‘মনের কথা বলতে চাই’ এমডি শিপন মিয়াা এমডি শিপন মিয়াা ষ্টাফ রিপোর্টার প্রকাশিত: ৮:২৩ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ১৭, ২০২১ এ এস মিউজিক স্টেশন থেকে আসছে জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভ ও রিমার নতুন ডুয়েট গান ‘মনের কথা বলতে চাই’। এটির কথা ও সুর করেছেন রবি মাহমুদ এবং সংগীত আয়োজন করেছেন মুশফিক লিটু। এস এম আলামিন কবিরের পরিচালনায় নির্মাণ করা হয়েছে ভিডিও। জানাগেছে, ১৮ ফেব্রয়ারি বৃহস্পতিবার এ এস মিউজিক স্টেশনের নিজস্ব ইউটিউব চ্যানেলে এটি মুক্তি দেওয়া হবে। এটির ভিডিও পরিচালক বলেন, গানের সাথে দারুণ হয়েছে ভিডিও টি। সাবার ভালো লাগবে। এ মিউজিক কোম্পানীর কর্ণধার জুয়েল সরকার বলেন, এটি আমাদের ভালোবাসা দিবসে দর্শক শ্রোতাদের জন্য উপহার। সবার ভালো লাগবে আমার বিশ্বাস। কাজী শুভ বলেন, গানটি সুন্দর হয়েছে। ভক্ত-শ্রোতাদের ভালো লাগবে বলে আশাকরি। শেয়ার G$R নিউজের নিচে বিনোদন বিষয়: