আজকালকার ভালোবাসা

প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৭, ২০২১

মো. আলী আশরাফ মোল্লা

আজকালকার নেই কোন ভালোবাসা
আছে শুধু শারীরিক মেলামেশা।
ভালোবাসার দোহাই দিয়ে অবাধে ঘুরে যারা
স্কুল কলেজ ভার্সিটি কামাই দিয়ে
পার্কের আনাচে কানাচে রেস্টুরেন্টে ফ্লাটে।
সব কিছু হারিয়ে প্রতারিত হয়ে বিচারের আশায়
বার বার যায় তারা থানা পুলিশ কোর্ট কাচারিতে।

ভালোবাসার নামে করে বিভিন্ন কিছুর প্রলোভন দিয়ে
কেড়ে নেয় অবুঝ সহজ সরল হাজারো মানুষের মন।
নষ্ট মানুষের মিষ্টি কথায় ভুলে যায় হিতাহিত জ্ঞান
অবশেষে যা হওয়ার কথা নয় তাই বেশি হয়।
পরিশেষে আপন মানুষের মানসম্মান খোয়াতে হয়
অবশেষে পাপের প্রায়শ্চিত্ত অন্যকেও করতে হয়।

ভালোবাসা নেই আজ কোথাও
আছে শুধু ভালোবাসার নামে ছলনা
ভালোবাসা কে পুজি করে মিথ্যে কথা বলে
অন্যের টাকা লুট করে ফায়দা হাসিল করে।
ঘুরার নাম করে বিদেশ গিয়ে ফূর্তি করে
অবৈধ অর্থকে ব্যয় করে দুহাত ভরে।

ছাত্র সমাজকে ইংলিশ মিডিয়ামে পড়ান অসুবিধে নেই
পাশাপাশি ইসলাম শিক্ষা ধর্মীয় মূল্যবোধও শিক্ষা দিন
এই জঘন্য অপরাধ থেকে এখনই আমাদের বাঁচতে হবে
বাচঁতে হলে বাবা মা সবাইকে ছেলে মেয়ে কি করে! তার খবর রাখতে হবে
আমার ছেলেমেয়ে এই কাজ কোনোভাবেই করতে পারে না
এই ধরনের অহমিকা না করে তাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলতে হবে।

ভালোবাসা শুধু কামবাসনা নয়
নয় শুধু দুটি দেহের অবাধ মেলামেশা।
ভালোবাসা নয় কোন নোংরামী
নয় কোনো অশ্লীল বেহায়াপনা।
ভালোবাসা পূত পবিত্র শ্বাশত সত্য
এটি পরিবার থেকেই শিখতে হবে।

Loading