আমি বাংলাকেই ভালোবাসি

প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ , ফেব্রুয়ারি ৩, ২০২১

মো. আলী আশরাফ মোল্লা

বাংলা আমার প্রাণের ভাষা
বাংলা আমার মুখের ভাষা
বাংলা আমার হৃদয়ের ভাষা
বাংলা আমার অন্তরে শান্তি জাগা।

এ ভাষাতেই মনের ভাব প্রকাশ করি
এ ভাষাতেই মাকে মা ডেকে শান্তি পাই
এ ভাষাতেই প্রিয়জনকে প্রিয় বলে ডাকি
এ ভাষাতেই সব সুখ খুঁজে পাই।

অন্য ভাষা শিখতে নেই কোনো মানা
তবে বাংলা কে অবহেলা কোনো ভাবেই চলবে না
ইংরেজি ফারসি আরবি হিন্দি সব শিখুন
শুধু বাংলাকেই হৃদয় দিয়ে লালন করুন।

বাংলার জন্যই ৫২ তে প্রাণ হারায়
সালাম বরকত শফিউর রফিক জব্বার
তাদের রক্তেই রাজপথ তখন রঞ্জিত হয়
তাদের অবদানেই আজ বাংলায় কথা কই।

আমি বাংলায় কথা বলি
আর বাংলায় কথা বলতে স্বাচ্ছন্দ করি
বাংলা আমার মায়ের ভাষা মুখের ভাষা
বাংলা কে অবজ্ঞা করা মেনে নেওয়া যায় না।

বাংলায় প্রথম শেখা বলি মা তারপর বাবা
বাংলায় মামা চাচা খালা সবাইকে ডাকা শেখা
তাইতো বাংলাকেই সবচেয়ে বেশি ভালোবাসী
বাংলা ভাষার সম্মান রক্ষা করতে লড়াই করি।

বাংলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
প্রাণের কবি জাতীয় কবি নজরুল
বাংলাতেই তারা পুরো বিশ্বজুড়েই
ছড়িয়েছেন তাদের প্রতিভার বিস্ময়।

বাংলাকেই ভালোবাসুন আর ছড়িয়ে দিন পৃথিবীতে
বাংলার খ্যাতি এখন পুরো বিশ্বজুড়েই
বাংলাকে কোনভাবেই দমিয়ে রাখা যায় না
বাংলার জন্য অনেক বিদেশিরা হয়ে যায় দিশেহারা।

আমি বাংলাকে ভালোবাসি আর প্রিয় ভুমি বাংলাদেশকে ভালোবাসি
বাংলা ভাষার জন্য, এদেশের জন্য নিজের জীবন উৎসর্গ করতে রাজী আছি।
বাংলা কে বিকৃত করা আর দেশকে অবজ্ঞা করা
আমার সামনে চলবে না।
এ দেশে থেকে দেশের প্রতি আনুগত্য প্রকাশ না করা তাদের প্রতি একরাশ ধিক্কা
আর এ ভাষায় কথা বলে ভাষার প্রতি সম্মান না করা তাদের প্রতি চরম অশ্রদ্ধা।

Loading