প্রেয়সীর জন্য -মতিউর রহমান

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ , জানুয়ারি ২৬, ২০২১

বিন্দু বিন্দু কুয়াশার জল

ভোরের আলোয় করে টলমল

প্রেয়সীর মোহিনী রূপে আমি টলটল।

 

নায়াগ্রার প্রবহমান আগ্রাসী জলরাশি

প্রেয়সীর নয়নের চাহনির তীক্ষ্ম রশ্মি

আমার মন চায় তার কাছে ছুটে আসি।

 

আধো আলো আধো ছায়াতে

প্রেয়সী আমার আরাম কেদারাতে।

সুপ্ত ইচ্ছের প্রবল তাড়নাতে

মন চায় তাকে একটু ছুঁয়ে দেখতে।

 

লবণের তিক্ততায় বাঁচতে কেওড়ার মূল

মাটি ফুঁড়ে বেরিয়ে আসে তার শ্বাসমূল।

প্রেয়সীর হাতের শ্বেত শুভ্র আঙ্গুল

আমি তাকে চিরসাথী করতে বদ্ধমূল।

Loading