পার্বতীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পিতা-পুত্র আহত

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ , জানুয়ারি ১৯, ২০২১

দিনাজপুরের পার্বতীপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পেট্রল ও ডিজেল আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পিতা-পুত্রসহ ৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার হামিদপুর ইউনিয়নের বৈগ্রাম বাজারে নিরব টেড্রার্সে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের ঘটনা ঘটে। আগুনে পুড়ে প্রায় ২/৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আগুনে দোকানের মালিক গোলাম মোস্তফা (৩৫), ছেলে জিহাদ (৭) ও কর্মচারি লাবলু (২৩) আগুনে পুড়ে গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে হলে প্রথমে ফুলবাড়ী উপজেলা কমপ্লক্সে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাদের অবস্থার অবনতি দেখা দিলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় ৭টার দিকে এ ব্যপারে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশন অফিসার সোহেল রানা বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পেট্রলে আগুন লেগে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারনে প্রায় ২ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রনে আসে। তাছাড়া এক ঘরে পেট্রল, ডিজেল, গ্যাস সিলিন্ডার ও সার সবকিছু আগুনে পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Loading