পার্বতীপুরে সাংবাদিক জহির রায়হান ইন্তেকাল

মনজুরুল হক মঞ্জু মনজুরুল হক মঞ্জু

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১০:০৩ অপরাহ্ণ , জানুয়ারি ১৯, ২০২১

পার্বতীপুরে সাংবাদিক জহির রায়হান ইন্তেকাল করেছেন। গত সোমবার রাত ১০টায় শহরের ইসলামপুর কালিবাড়ী ক্যানাডিয়ান বিল্ডিং এর পাশে তার নিজ বাসভবনে সাংবাদিক জহির রায়হান (৫২) ইন্তেকাল করেছেন (ইন্না ইল্লাহে–রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভূগছিলেন। মরহুম জহির রায়হান মৃত কালে ১ স্ত্রী ১ পুত্র ও ১ কন্যাসহ অনেক গুনগ্রাহী রেখে গেছেন। আজ মঙ্গলাবর দুপুরে শহীদ ময়দানে (সাবেক জিন্নাহ মাঠে) জানাজা শেষে ইসলামপুর আব্বাসপাড়া কররস্থানে দাফন করা হয়। সাংবাদিক জহির রায়হানের গ্রামের বাড়ী ফেনী জেলা সদরের আমতলী বাজার মহল্লায়। জহির রায়হানের পিতা সুজাত আলীর ১৯৪২ সালে রেলওয়ে সিগনাল বিভাগে চাকুরির সুবাদে তিনি শান্তাহার ও পরে পার্বতীপুর আসেন এবং বসবাস শুরু করেন। জহির রায়হান দীর্ঘ দিন ধরে দৈনিক ডেসটনি ও দৈনিক মানববার্তা পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেছেন। তার মৃতুতে পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, ইয়ংস্টার কাবের সভাপতি আমজাদ হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এজেডএম রেজওয়ানুল হক, পার্বতীপুর পৌর মেয়র এজেডএম মেনহাজুল হক, পার্বতীপুর প্রেস কাবের সভাপতি শআম হায়দার, দৈনিক মানববার্তার সহকারী বার্তা সম্পাদক বদরুদ্দোজা বুলু, দৈনিক দেশ রুপান্তর পার্বতীপুর প্রতিনিধি সোহেল সানী, অনলাইন নিউজ পোর্টাল মুক্তিনিউজ২৪কমের সম্পাদক মোস্তকিম সরকার, নির্বাহী সম্পাদক মিলন পারভেজ, সবাদপ্রতিক্ষন২৪কমের সম্পাদক একরামুল হক বেলাল ও মানবকথা’র সম্পাদক রুকুনুজ্জামান বাবুল মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Loading