পাঁচবিবি সীমান্তে বিএসএফ এর হাতে বাংলাদেশী আটক

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ , জানুয়ারি ১৮, ২০২১

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্তে এক বাংলাদেশীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বি.এস.এফ. এর সদস্যরা।
জানা গেছে (১৭ই জানুয়ারী) রবিবার দিবাগত রাতে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের পাড়ইল গ্রামের মৃত ফজলুল হকের পুত্র সুলতান হোসেন গনো (৪৫) সীমান্তে টহলরত বিজিবির চোখকে ফাঁকি দিয়ে গরু আনতে ভারতে প্রবেশ করে। পরে উক্ত সুলতান হোসেন গনো গরু নিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের আগ মুহুর্তে কালিতলা নামক ভারতীয় সীমানায় তাকে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার মথুরা ক্যাম্পের বি.এস.এফ. সদস্যরা আটক করে।
২নং ধরঞ্জী ইউপির ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য মনোয়ার হোসেন জানান, “সুলতান একজন গরু পাচারকারী দলের সদস্য। সে ঐ রাতে মহিষ পাচার করে আনার সময় ভারতীয় বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
এ ব্যাপারে পতœীতলা ১৪ ব্যাটালিয়নের অধীন কড়িয়া বিওপির কোম্পানি কমান্ডার এমদাদ হোসেন এর নিকট জানতে চাইলে তিনি জানান, “আমরা খোঁজ নিয়ে জেনেছি ভারতীয় সীমান্তরক্ষীর হাতে আটক বাংলাদেশী সুলতান একজন মাদক পাচারকারী। সে মাদক পাচার করে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশের আগেই ভারত সীমানায় ভারতীয় সীমান্তরক্ষী তাকে আটক করে ।

Loading