বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনা সভা ও কবিতাপাঠ 

প্রকাশিত: ১:৩৪ পূর্বাহ্ণ , জানুয়ারি ১১, ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ রবিবার (১০ জানুয়ারি) বিকাল ৩টায় জাতীয় জাদুঘর প্রাঙ্গণ শাহাবাগে “বঙ্গবন্ধু জন্মশতবর্ষ আন্তর্জাতিক পর্ষদ” এর আয়োজনে আলোচনা সভা ও কবিতা পাঠের আয়োজন করা হয়।

গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসত্তার কবি মুহম্মদ নূরুল হুদা।

মুহম্মদ নূরুল হুদা বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার বন্ধু নন বঙ্গবন্ধু বিশ্ববন্ধু। বঙ্গবন্ধুর আদর্শ যুগ যুগ ধরে নতুন প্রজন্ম হৃদয়ে ধারণ করে পথ চলবে। বঙ্গবন্ধুর চেতনা কোনদিন মলিন হবে না। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে বাঙালি জাতি সেদিন চূড়ান্ত বিজয়ের স্বাদ পেয়েছিল।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রধান করেন কবি আসলাম সানী ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান কবি শ্যামসুন্দর শিকদার, মোঃ আসাদুজ্জামান আসাদ, শিশু সাহিত্যিক হুমায়ূন কবীর ঢালী, কবি সাবেদ আল সাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিজন ড.শাহাদাৎ হোসেন নিপু, কবি ডা: মিজানুর রহমান কল্লোল, শিশু সাহিত্যিক রহীম শাহ, কবি আনিস মুহম্মদ, কবি ফেরদৌসি কুইন প্রমুখ।

কবি সেলিনা শেলীর সঞ্চালনায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুছ।

Loading