সাভারে দুই জঙ্গি সদস্য আটক

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ , ডিসেম্বর ২৫, ২০২০

সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল- মোজাহিদ (জেএমবি) এর দুই সদস্যকে আটক করে পুলিশে দিয়েছে র‌্যাব-৩।

শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে তাদের ৭ দিনের রিমান্ড চেয়ে ঢাকার মুখ্য আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকালে সাভারের ওলাইল ও আশুলিয়ার জিরাবোর পুকুরপাড় থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

আটকরা হলো- রাজবাড়ী জেলা সদর থানার নিজ পাড়া গ্রামের আহসান (২৭), সাভারের ওলাইল এলাকায় থাকতো। ও ঠাকুরগাঁও জেলা থানার আ-ব্দুস সাত্তারের ছেলে আলমগীর (২৮)। তারা দুজনই জেএমবি’র স্বয়ংক্রিয় সদস্য।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাত-উল-মোজাহিদ (জেএমবি) এর এক সদস্য সাভারের ওলাইল এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গতকাল বিকালে আহসানকে আটক করা হয়। আহসানের তথ্য মতে তার সহযোগী আলমগীর (২৮) কে আশুলিয়ার জিরাবো থেকে আটক করা হয়েছে। এসময় তাদের থেকে মোবাইল ফোনসহ জিহাদি বই উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার পরিদর্শক (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, র‌্যাব-৩ তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

Loading