গভীর রাতে আমাদের ‘রিফ্রেশমেন্ট পয়েন্ট’

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ , ডিসেম্বর ১৯, ২০২০
বেশিরভাগ রাত্রিকালীন সড়ক দুর্ঘটনার কারণ অনুসন্ধানেই উঠে আসে চালকদের ঘুমঘুম চোখে গাড়ি চালানোর দায়। এই বিষয়ে চালক ভাইদের সচেতন করতে আমরা গত মাসখানেক ধরে রাতের মধ্য/শেষ প্রহরে চট্টগ্রাম-কাপ্তাই সড়ক এবং চট্টগ্রাম-রাঙ্গামাটি আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অল্প কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে কথা বলছি তাদের সাথে। সঙ্গে এই শীতে তাদের মুখ ধোয়ার জন্য গরম পানির ব্যবস্থা এবং ওয়ান টাইম কাপে সামান্য চা বিস্কুটের আয়োজন। খরচ অতি নগন্য কিন্তু বন্ধন তৈরি হচ্ছে মহামূল্যবান, অতি মজবুত। প্রতিদিনই। ইনশাআল্লাহ, আমাদের সবার অংশগ্রহণে একদিন নিরাপদ হবে সড়ক যোগাযোগ পথ। অপেক্ষায় আছি।
Md. Anwar Hossan (Shamim Anwar)
এএসপি, রাঙ্গুনিয়া-রাউজান সার্কেল।
চট্টগ্রাম জেলা পুলিশ।
প্রতিষ্ঠাতা, ভ্রাম্যমাণ ট্রাফিক স্কুল।

Loading