আমিই সঠিক!

প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ , ডিসেম্বর ১৮, ২০২০

মো. আলী আশরাফ মোল্লা

আমি ভাবি এক হয় আরেক
এভাবেই কেটে যাচ্ছে দিন পঞ্জিকা
পারছি না কিছুই করতে
না পারছি অথই সাগরে ভাসতে
না পারছি কূল কিনারাই ফিরতে!

আমি এক ভবঘুরে জীব
যার নাই কোন নিদিষ্ট ঠিকানা
আজ এপ্রান্তে তো কাল ওপ্রান্তে
এমনি করেই পার হচ্ছে ২০২০।

সুস্থ মানুষিকতার জন্য
যেমন দরকার সুস্থ সুন্দর পরিবেশ
এই চিরন্তন কথা আমি বুঝলেও
যার বুঝার ভীষণ প্রয়োজন
সেইতো বুঝে ও বুঝে না!

মেধাহীন সংস্কৃতিতে এগিয়ে চলছে স্বদেশ
প্রজ্ঞা আর যোগ্যতার সাথে মিল নেই কাজের
যেই যে বিষয়ে দক্ষ আর পারঙ্গম
সেই সে বিষয়ে সবচেয়ে অবহেলিত আর বঞ্চিত।

চাটুকারের ভীড়ে চিনবে কি করে
কে আসল সোনা আর কে নকল
যাচাই করতে হলে মাঠে নামতে হয়
এসির ভেতরে বসে বাছাই অযাচিতই হয়।

যার যেখানে থাকার কথা সে তো নয় সেখানে
চেয়ার এক খান পেলে ধরাকে সরা জ্ঞান করে
আমার চেয়ে কে বড় জ্ঞানী কে বড় পন্ডিত
এ অহমিকাতেই পার হয় মূল্যবান সময়
কাজ করবার আর সময় কই!

কথার সাথে কাজের মিল নাই
আমিই মস্ত বড় অফিসার
আমি নিজেই বলি আবার নিজেই ভুলি তাতে কি আমাকে বুঝাবে এই সাধ্য আছে কার!

আমার ডিসিশনে ভুল হতে পারে
এ কথা মানতে আমি বড্ড নারাজ
জাতির গোষ্ঠীর বারটা বাজুক
তাতে আমার কি? আমিই সঠিক।

Loading