রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালিত

প্রকাশিত: ১২:৪০ অপরাহ্ণ , ডিসেম্বর ১৬, ২০২০

ঝালকাঠির রাজাপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে।দিবস টি উপলক্ষে উপজেলা প্রশাসন, রাজনৈতিক,পেশাজীবী,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আজ সকাল ৬ ঘটিকায় রাজাপুর থানা প্রাঙ্গনে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়।সকাল ৬.৩৪ ঘটিকায় জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৮.০০ ঘটিকায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন,সকাল ৯ ঘটিকায় স্বাস্থ্যবিধি মেনে উপজেলা প্রসাশন ও উপজেলা পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তররের কর্মকর্তারা,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ,উপজেলা আওয়ামী মহিলালীগ,মহিলা যুবলীগ,শেখ রাসেল স্বৃতি সংসদ,রাজাপুর প্্েরস ক্লাব সহ সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে রাজাপুর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বিজয় দিবসের অন্যান্য কর্মসূচির মধ্য ছিল রচনা প্রতিযোগিতা, ছবি আঁকাসহ মুক্তিযুদ্ধ ভিত্তিক শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা।এছাড়া এতিমখানা ও হাসপাতালে উন্নতমানের খাবার বিতরণ, মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

Loading