কবি আসলাম সানী’র তিনটি কবিতা নিউজ৭১অনলাইন,ঢাকা নিউজ৭১অনলাইন,ঢাকা প্রকাশিত: ৯:৪৭ অপরাহ্ণ , জুন ২, ২০২০ কবি আসলাম সানী র একগুচ্ছ কবিতা হাঁটতে হাঁটতে বাংলাদেশ ……………. হাঁটতে হাঁটতে হয় কি পথের শেষ পথ চলাতেই সময় কাটে স্বপ্ন অনিমেষ, বাংলা ভাষার স্বপ্ন আশার এইতো বাংলাদেশ, এইতো রবীন্দ্রনাথ দাঁড়িয়ে বিদ্রোহী এই পথ মাড়িয়ে বঙ্গবন্ধু সব ছাড়িয়ে ধন্য ধন্য বেশ, সবুজ শ্যামল এইতো আমার দৃপ্ত বাংলাদেশ হাঁটতে হাঁটতে হয় না পথের শেষ ডালে ডালে লালে লালে কৃষ্ণচূড়ার রেশ ত্রিশ লক্ষ বীর শহীদের এইতো বাংলাদেশ । ইচ্ছে ছিলো …………………… ইচ্ছে ছিলো মাঠের কিষাণ হবো মাটির বুকে শান্তি সুখে মাঠেই পড়ে র’বো প্রাণচাঞ্চল শস্য ফসল মাঠেই যে ফলাবো পদ্ম বিলে চলন বিলে আনন্দে হারাবো, সূর্যের কাছে যাবো আমি চন্দ্রের কাছে যাবো আত্মপরিচয়ের সাকিন নিশ্চিত খুঁজে পাবো – কিন্তু আমায় নগর ডেকে নিল আমার কানে এই দু’চোখে কিসের মন্ত্র দিলো ? পাখির কাছে যাবো আমি মেঘের কাছে যাবো বন-বনানী-পাহাড়-সাগর সমুখে হারাবো লাল সবুজের পতাকাতেই সুদূরে দাঁড়াবো । একুশ জুড়ে ……………….. বাংলার ভাষায় কথা বলে নদীগুলো মায়ের ভাষায় কথা বলে মাঠের ধূলো । কথা বললে কথাগুলো প্রাণ ছুঁয়ে যায় কথা বললে কথাগুলো গান হয়ে যায় । বাংলা ভাষায় কথা বলে রফিক সালাম কথা বলে দিতে হলো রক্তেরই দাম কথাগুলো বাহান্নে আর একাত্তরে প্রেম -দ্রোহে হৃদয় মাঝে বৃষ্টি ঝরে ফুল ছড়িয়ে শহীদ মিনার সমস্বরে । আমার ভাইয়ের রক্তে রাঙা একুশ জুড়ে কান্নাগুলো শান্তি হলো সুরে সুরে রাত -দুপুরে কাছে দূরে একুশ জুড়ে । শেয়ার শিল্প-সাহিত্য বিষয়: https://news71online.com/?p=2225&preview=true