সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে নেত্রকোণায় মানববন্ধন

প্রকাশিত: ১:৪৯ অপরাহ্ণ , নভেম্বর ৭, ২০২০

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সারাদেশে একযোগে মানববন্ধন কর্মসূচীর আয়োজনের অংশ হিসাবে নেত্রকোণাতেও এ কর্মসূচী পালিত হয়।

শনিবার ( ৭ নভেম্বর) সকাল ১১টা-১২টা পর্যন্ত শহরের তেরীবাজার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে জেলা ও উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন জায়গায় ভ’য়া ফেসবুক আইডিতে ধর্মীর উসকানিমূলক পোস্ট দিয়ে সংখ্যালঘুদের বাড়ি পুড়িয়ে দেয়া হচ্ছে। সম্প্রতি কুমিল্লার মুরাদ নগরের ঘটনার তীব্র নিন্দা জানান। মুরাদনগরে ইউনিয়ন পরিষদের চেয়াম্যানসহ ১০টি বাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। শুধু তাই নয় লালমানিরহাটে মুসলমান যুবককে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলার ঘটনারও তারা তীব্র নিন্দা জানান। দেশের বিভিন্ন কলেজ-বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের একই কায়দায় জীবন নাশের হুমকি দেয়া হচ্ছে। বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যুযোপযুগী আইন প্রণয়নের মাধ্যমে এ ধরনের অপরাধ চিরতরে বন্ধের দাবি জানান।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ নেত্রকোণা জেলা শাখার সভাপতি এডভোকেট সিতাংশু বিকাশ আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক সুব্রত রায় মানিক এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নির্মল দাস, মঙ্গল সাহা, অধ্যাপক রঞ্জিত সাহা, অধ্যাপক চয়ন সাহা, কেশব রঞ্জন সরকার, পঙ্কজ সাহা, উৎপল ভট্টাচার্য, সুনিল সাহা প্রমুখ।

Loading