নেত্রকোনার বেসরকারি গ্রন্থগার সমিতির আহবায়ক কমিটি গঠিত

প্রকাশিত: ৭:৩০ অপরাহ্ণ , নভেম্বর ৬, ২০২০

নেত্রকোনা জেলার বেসরকারি নিবন্ধিত গ্রন্থাগারসমূহের মান উন্নয়নের লক্ষ্যে বেসরকারি গ্রন্থগার সমিতি, নেত্রকোণা নামে একটি সংগঠনের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় আব্দুর রহমান ফাউন্ডেশন বাংলাদেশ (এআরএফবি) এর হলরুমে এক আলোচনা সভায় পাঠক বৃদ্ধি ও গ্রন্থাগার সমূহের যাবতীয় সমস্যা পর্যালোচনার লক্ষ্যে একটি পাঁচ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এআরএফবি’র চেয়ারম্যান দিলওয়ার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে দিলওয়ার খানকে আহ্বায়ক ও মোহাম্মদ আজিজুর রহমানকে যুগ্ন আহবায়ক করা হয়। কমিটির অন্যান্য হলেন মোঃ হাফিজুর রহমান খান পাঠান, জাহিদুল ইসলাম নাহিদ, ও মোহাম্মদ সালাম। এ সময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় সরকারি গ্রন্থাগার সমূহের একটি সংঘবদ্ধ কমিটি রয়েছে কিন্তু আমাদের নেত্রকোনায় অনেকগুলো গ্রন্থাগার থাকা সত্ত্বেও কোন সঙ্ঘবদ্ধ সংগঠন না থাকায় একটি কমিটির প্রয়জন দেখা দেয় এরই ফলশ্রুতিতে আমরা জেলার সকল গ্রন্থাগার সমূহকে নিয়ে একটি সংগঠন করার সিদ্ধান্ত নিয়েছি। প্রাথমিক ভাবে এই সংগঠনের সদস্য গ্রন্থাগারসমূহ হলো, এআরএফবি গ্রন্থাগার, সাকুয়া, নেত্রকোনা। বীর মুক্তিযোদ্ধা শহীদ কর্নেল আবু তাহের বীর উত্তম পাঠাগার, লাঙ্গলজোড়া, পূর্বধলা। শাহেদা স্মৃতি পাঠাগার, কাজলা, পূর্বধলা। বৈশাখী গ্রন্থাগার বাদেবিন্না, পূর্বধলা। মনসুর নাহার গ্রন্থাগার, মহিমা, বৈরাটি। ফজলুর রহমান খান এমপি জনকল্যাণ পাঠাগার, কুনিয়া নেত্রকোনা সদর। জলসিড়ি পাঠাগার, দুর্গাপুর। জাতীয় তরুণ সংঘ আমিনুল হক পাঠাগার, বেতাটি,নেত্রকোনা সদর। ইসলামী পাঠাগার পারলা নেত্রকোনা। টিপু শাহ জনকল্যাণ পাঠাগার, লেটিরকান্দা, পূর্বধলা।

 

 

 

Loading