রামগড়ে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ , অক্টোবর ১৪, ২০২০

খাগড়াছড়ির রামগড়ে নবাগত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মু. মাহমুদ উল্লাহ মারুফ বুধবার (১৪ অক্টোবর) স্থানীয় সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় করেছেন।
গত রবিবার (১১ অক্টোবর) তিনি রামগড়ে যোগদান করেন। এর আগে তিনি কক্সবাজার সদর উপজেলা নির্বাহি অফিসার পদে কর্মরত ছিলেন।
বুধবার সকাল ১১ টায় রামগড় উপজেলা নির্বাহি অফিসারের অফিস কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত ইউএনও মু.মাহমুদ উল্লাহ মারুফ সরকারি দায়িত্ব পালনে সাংবাদিকসহ উপজেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তিনি করোনা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম ও উপজেলা পরিষদ এলাকার জরাজীর্ণ ঝুলন্ত ব্রীজ, হতশ্রী লেকপার্কের উন্নয়ন, লন টেনিস মাঠ সচল করার পরিকল্পনার কথা জানান।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব কান্তি রুদ্র ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাছিনা বেগম ছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ নিজাম উদ্দিন লাভলু, শুভাশিস দাশ, ফয়েজ আহমেদ মিলন, মোঃ বাহার উদ্দিন, এমদাদ খান, নুরুল আলম শরীফ, রতন বৈষ্ণব, করিম শাহ প্রমূখ।

Loading