রামগড়ে জাতীয় জন্ম নিবন্ধন দিবস” পালিত।

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ , অক্টোবর ৬, ২০২০

“নাগরিক অধিকার করতে সুরক্ষন,৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন” ‘ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে পালিত হল জাতীয় জন্ম নিবন্ধন দিবস। মঙ্গলবার (৬ অক্টোবর ) রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা(ভারপ্রাপ্ত) সজীব কান্তি রুদ্র। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা আনোয়ার হোসেন আনজুম, তথ্য আপা শাপলা আক্তার,২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনীন্দ্র লাল ত্রিপুরা, ২ নং পাতাছড়া ইউনিয়ন পরিষদের সচিব মিজানুর রহমান, ১ নং রামগড় ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা সরোয়ার আলম, সাংবাদিক করিম শাহ প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন ওয়ার্ডের মেম্বার গণ উপস্থিত ছিলেন।

Loading