জাতির জনকের শতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষে কবি রঞ্জিত সরকারের কবিতা

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ , অক্টোবর ৩, ২০২০

জনক
★★★★★                                       [আবৃত্তি করেছেন: তপতি চক্রবর্তী]

তুমি আসবেই জানি পিতা
একদিন
এই পলল মাটির পথ ধরে
চারণের মতো হেঁটে হেঁটে
ধান – শালিকের দেশ তোমার প্রিয় এই
বাঙলায়।

আবার ফিরে আসবে তুমি অনাগত
ভবিষ্যতের স্বপ্ন রচনায়, চারি খুঁটিতে
বানিয়ে শান্তির ঘরখানি।
শাপলার ঝিলে
এ বাঙলার শ্যামল ঘাসের চাদরে মিশে
প্রান্তরে প্রান্তরে ডালিম দানার মতো
রক্তের প্রবাহে , কাজল মাটির
শীতল পাটিতে শুয়ে, তুমি আছো।
তুমি তো আছো, প্রিয় বাঙলার
দুয়ো রানীদের দুঃখ জড়িয়ে, কষ্টের
জলে নক্সিকাঁথায় স্বপ্ন বোনার মতো
স্বপ্ন হয়ে, ক্ষুধার্ত শিশুর দুধে – ভাতে ,
পৌষ – পার্বণে, নবান্নের উৎসবে।

এই গভীর তমসা ছিঁড়ে আলোকোজ্জ্বল
ভোর ফুটিয়ে তুমি আসবে জানি পিতা!
শুদ্ধ যৌবনের বাতিঘর হয়ে, মানবিক
ভালোবাসা বোধে
তুমি আসবেই জানি,
তুমি আসবে এই বদ্বীপের হাজার ধারা
বেয়ে মধুমতী, ইছামতী, সন্ধ্যানদী
পায়রা আর আগুনমুখার
গভীর উচ্ছ্বাসে মেতে,
আবহমান বাঙলার বাউল ভাটিয়ালি সুর ছোঁয়ে।

ঈগলের শ্যেন দৃষ্টির ভেতর দিয়ে
ঈশান কোণে মেঘ উড়িয়ে আবিরের রঙ ছড়িয়ে ভোরের আকাশে,
তুমি তো আসবে পিতা।
দোয়েলের শিসে, টুনটুনির বাসায় শান্তি
বিছিয়ে তুমি আসবে জানি একদিন,
পিতা!

…………………..

রঞ্জিত সরকার
জানুয়ারি ২৫ : ২O২O
ময়মনসিংহ।।

Loading