চলতে চলতে

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ , অক্টোবর ১, ২০২০

 

চলতে চলতে কখন
যে থেমে গেছি
তা নিজেই বলতে পারি না।
থেমে যাওয়ার মধ্যে
কি জানি অনুভব খুজেঁ পেলাম?
একটি নরম হাতের ছোঁয়ায়
হাত ছানি দিয়ে কাছে
টেনে নিল।
হে পরদেশী পথিক!
তোমার ঠিকানা কোথায়?
থমকে যে বললাম
্ আমার ঠিকানা নেই,
নেই কোন বাড়ী
শুধ ঘুরে ফেরার মধ্যে
খুঁজে ফিরি
আমার হারানো স্মৃতির মানুষটিকে।

নবীন চৌধুরী
সাংবাদিক ও লেখক

Loading