সুনামগঞ্জে ‘নিজে বলার মতো একটা গল্প’ ফাউন্ডেশনের ১ হাজার তম দিন উদযাপন

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ৩০, ২০২০

চার লাখ তরুণদের ফ্রী প্রশিক্ষণ কর্মশালার টানা এক হাজার তম দিনের ইতিহাস সৃষ্টি করে সুনাম অর্জন করেন “নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট এবং মেন্টর ইকবাল বাহার জাহিদ।শুধু বাংলাদেশ নয় পুরো বিশ্বের কোন দেশে কেউ কোনো কর্মশালা প্রশিক্ষণ ফ্রীতে করেনি।৩০ শে সেপ্টেম্বর অনলাইন প্রশিক্ষণের হাজারতম দিবস পূর্ণ হতে যাচ্ছে। এই উপলক্ষে দেশের ৬৪ টি জেলায় ও ৫০ টি দেশে একযোগে হাজারতম দিবস উদযাপিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের জেলা টিম সুনামগঞ্জ মল্লিকপুরস্হ আব্দুর জহুর সেতু সংলগ্ন ভোজন রেস্টুরেন্টে দিবসটি কেইক কাটার মাধ্যমে যথাযথ ভাবে পালন করেছেন।কেইক কাটার আগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ” নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা এম্বাসাডর শিমুল আহমেদ শিপন,সঞ্চালনায় ছিলেন জেলা টিমের সদস্য কাউসার আহমেদ, সহযোগিতায় ছিলেন ধর্মপাশা উপজেলা এম্বাসাডর আরমান চৌধুরী, ক্যাম্পাস এম্বাসাডর আরিফ বাদশা,সজিব আহমেদ সহ জেলা টিমের অর্ধ শতাধিক সদস্যবৃন্দ। নিজে বলার মতো একটা গল্প ফাউন্ডেশন কর্তৃক হাজারতম দিবস উদযাপনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি এ আর জুয়েল।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হওর বিষয়ক মন্ত্রণালয় বাস্তবায়ন আন্দোলন ফোরাম এর প্রতিষ্ঠাতা আহবায়ক,হাওর বন্ধু ও নিউজ একাত্তর অনলাইন পত্রিকার সাংবাদিক ইকবাল হোসেন এবং হাওর টুয়েন্টি ফউর ডট নেট এর জেলা প্রতিনিধি ও ধর্মপাশার নুরপুরস্স তৃণমূল অটিস্টিক বুদ্ধি প্রতিবন্ধী ও সমন্বিত প্রতিবন্ধী বিদ্যালয়ের উদ্যোক্তা মোশফিকুর রহমান স্বপন। উল্লেখ করা জরুরি যে, নিজের মতো একটা গল্প ফাউন্ডেশন তিনটি বিষয় নিয়ে কাজ করে। ১/উদ্যোক্তা বিষয়ে অনলাইনে ৯০ দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ প্রদান।
২/ মূল্যবোধ,লিডারশীপ, ১০ টি বিষয়ে স্কীল্স একজন ভাল মানুষ হয়ে উঠার মত চর্চা কেন্দ্র।
৩/ ভলান্টিয়ারিং এবং সোসাল ওয়ার্ক ও মানবিক কার্যক্রম।

Loading