যাত্রা শিল্পী মিরা মমতাজের জীবন মঞ্চ থেকে প্রস্থান

সুস্থির সরকার সুস্থির সরকার

বিভাগীয় প্রধান ময়মনসিংহ

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ , অক্টোবর ১, ২০২০

যাত্রা জগতের আলোচিত শিল্পী মিরা মমতাজ জীবন মঞ্চ থেকে চিরদিনের জন্য প্রস্থান করলেন। আর গাইবেন না মঞ্চে । হাজার হাজার মানুষ কাঁদবেন কখনো তার অভিনয় দেখে।

২৯ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে তিনি মদন গিয়েছিলেন ৩০ সেপ্টেম্বর প্রোগ্রাম শেষ করে নেত্রকোণা আসার পথে গাড়িতে স্ট্রোক করেন চিকিৎসার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ (১ অক্টোবর) সকালে তিনি পৃথিবীর মঞ্চ থেকে চিরদিনের জন্য প্রস্থান করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোণা যাত্রা ফেডারেশন।

শৈশব থেকেই মিরা যাত্রা শিল্পের রঙিন জগতে প্রবেশ করেন। প্রথমে ডান্সার, পরে নায়িকা ও বর্তমানে তিনি মায়ের ভূমিকায় ছিলেন। ৯০ এর দশকে মিরা যাত্রা নায়িকা হিসাবে বিশাল জনপ্রিয়তা অর্জন করেন। যাত্রায় অভিনয় করতে করতে তিনি নিজের জীবনটাকেও যাত্রার সাথে মিলিয়ে ফেলেন। বিবাহিতা অবস্থায় ধর্মান্তরিত হয়ে বিয়ে করেন খলনায়ক মান্নানকে। মিরা থেকে হয়ে যান মিরা মমতাজ। খলনায়ক মান্নান আরো অনেক আগেই চিরবিদায় নিয়েছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি ১ ছেলে ও ১ মেয়ে রেখে যান।

Loading