আর গান গাইবেননা ওস্তাদ নিখিল চন্দ্র সরকার

প্রকাশিত: ৩:৪১ অপরাহ্ণ , সেপ্টেম্বর ২৬, ২০২০

সুর সংসারের সকল মায়া  ছিন্ন করে নেত্রকোণার সাস্ত্রীয় সঙ্গীতের কিংবদন্তী ওস্তাদ নিখিল চন্দ্র সরকার আজ পারি দিয়েছেন তার আপন ঠিকানায়। ভোরের পাখি ডাকার সাথে সাথেই তার প্রাণ পাখি উড়ে যায়। আর কোনদিন তাকে দেখতে পাবনা পদব্রজে এপাড়া থেকে ওপাড়ায কিংবা সংগীত আয়োজনের শেষের গানে। নেত্রকোণার সঙ্গীত ভূবনের অপূরনীয় ক্ষতি আর কখনো পুরণ হবে না।

তার মৃত্যুতে শোকাহত নেত্রকোণা শিল্পী সমাজ। তিনি ছিলেন বাংলাদেশ বেতারের নিয়মিত শিল্পী। বিশেষ করে শাস্ত্রীয় সংগীত ও নজরুল গীতি নিয়ে তিনি কাজ করতেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন নেত্রকোণা সরকারী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কবি সরোজ মোস্তফা,  সংস্কৃতি পরিবার, বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত প্রয়াত খালেকদাদ চৌধুরীর সন্তান বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, শিকড় উন্নয়ন সংস্থা এর সভাপতি রফিকুল ইসলাম আপেল, নেত্রকোণাস্থ মোহনগঞ্জ সমিতির আহবায়ক  মো: ইকবাল হোসেন, শিক্ষক সাংবাদিক ও সংগীত শিল্পী সুস্থির সরকার, কবি রইস মনরমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি তার পরিবারবর্গসহ অসংখ্য ভক্তদের শোক সাগরে ভাসিয়ে গিয়েছেন।

 

 

 

Loading