করোনায় ও আর্দশ নগর সচল

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ , আগস্ট ১৯, ২০২০

ফখরুল ইসলাম পিপলু :

করোনা ভাইরাসের কারণে দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠান সহ বিশ্বের অনেক প্রতিষ্ঠান, মিল, কারখানা, ট্রেন ও বিমান যখন বন্ধ আছে, ঠিক এমন সময় হাওর পাড়ে নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার আদর্শ নগরে চলছিল ব্যাপরুয়া কোচিং বাণিজ্য এবং মাক্স বিহীন অবধা মানুষের বিচরণ, তাই আজ সকাল ১০টায় মোহনগঞ্জ উপজেলা ভূমি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্টেট নাজনীন সুলতানার নেতৃত্বে এক জটিক মোবাইল কোর্টের অভিযানে কোচিং সেন্টারের পরিচালক সুমন মিয়ার পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হয়, এমন সময় কিছু অটো রিকশা ড্রাইভার, যাত্রী, দোকানদার ও কাস্টমার মাক্স না পরার অপরাধে তিনশত করে টাকা জরিমানা প্রদান করেন, এমন সময় মোবাইল কোর্টের বিশেষ অভিযান টের পেয়ে বাকিরা সব দ্রুত স্হান ত্যাগ করে নিজেদের রক্ষা করেন।


এ বিষয়ে মোহনগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হককে মুঠো ফোনে জানতে চাইলে তিনি এর সঠিক তথ্য দিতে পারেনি তবে তিনি সহকারী ভূমি কমিশনার নাজনীন সুলতানার সাথে যোগাযোগ করে তথ্য সংগ্রহের জন্য বিশেষ ভাবে আহবান করেন কিন্তু নাজনীন সুলতানার মোবাইল নাম্বারে বার বার ফোন করে কথা বলতে ব্যথ হই কারণ উনার মোবাইল বন্ধ আছে বলে।
এ বিষয়ে সরজমিনে জানতে গিয়ে সুমনের কোচিং সেন্টার এর পাশের দোকানদার সুয়াইর গ্রামের মিজানুর রহমানের সাথে কথা বলে জানতে পারলাম সুমন মিয়া এখনো ছাত্র এবং দরিদ্র কোন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেয় না, জরিমানার টাকার অর্ধেক সে নিজের ক্যাশ থেকে প্রদান করে, তাই রিসিট দেখিয়ে বলে আরো অনেক কোচিং বাণিজ্য করছে কিন্তু সুমনের শুধু জরিমানা গুনতে হচ্ছে এ বিষয়ে লেখার অনুরোধ করেছে।
আইন হউক সবার জন্য সমান।

Loading