“এক মিনিট অবিরাম করতালি”

করোনা বিরোধী যোদ্ধাদের সমর্থনে কর্মসূচি জাতীয়ভাবে করুন

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ , মে ২৮, ২০২০

অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী

করোনা বিরোধী যোদ্ধাদের সমর্থনে “এক মিনিট অবিরাম করতালি ” ‘র কর্মসূচি জাতীয়ভাবে করুন।”এক মিনিট অবিরাম করতালি” ‘র কর্মসূচি টা উদ্দীপনা ও কৃতজ্ঞতা মূলক।ডাক্তার,নার্স,পুলিশ, সেনাবাহিনী সহ সরকারি কর্মকর্তা, কর্মচারী ও রাজনৈতিক নেতাকর্মীরা করোনা বিরোধী যুদ্ধে দুঃসাহসী ভূমিকা রেখে চলেছে। ইতিমধ্যে অনেকে শহীদ হয়েছেন।এধরনের কর্মসূচি পালন করে অনেকে দায়িত্ববোধের পরিচয় দিয়েছে।
করোনা বিরোধী যুদ্ধ জাতীয় সমস্যা। সুতরাং এই ধরনের উদ্দীপনা মূলক কর্মসূচিগুলো জাতীয় ভাবে সম্মিলিত ভাবে হলে করোনা বিরোধী যোদ্ধারা উজ্জীবিত হবে,নিজেরা সম্মানিত বোধ করবে এবং এই যুদ্ধে সবার অংশগ্রহনের মাধ্যমে জয়লাভ করা সহজ হবে।সুতরাং সরকারের উচিত সবাইকে নিয়ে কর্মসূচিটা জাতীয়ভাবে করা।

ফেসবুক থেকে সংগৃহীত

Loading