অচেনা যন্ত্র

প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ণ , মে ২৮, ২০২০

অনেকেরই এই যন্ত্রটি জানা নেই। অনেক কেন, বতর্মান সময়ের অনেক পরিচালকই হয়তো জানেনা এটা কি? প্রাথমিক ধারনায় বলবেন ক্যামেরা। কি ক্যামেরা! চলচ্চিত্রের সাধারণ ক্যামেরা? না, এটা মুলত ৩৫ এম এম অপটিক্যাল ক্যামেরা।
যারা ইতিপূর্বে ছবি দেখার দর্শক ছিলেন কেবলমাত্র তারা দেখে ছিলেন পর্দায় নাম আসতো অপটিক্যাল -কুদ্দুস।
এই সেই কুদ্দুস ভাই।আজ আর এ ক্যামেরার প্রয়োজন হয় না। কারণ এখন ডিজিটাল।সব কিছুই ডিজিটাল, মানুষের সাথে মানুষের সন্পর্কটাও ডিজিটাল। ## এম ্আউয়াল পিন্টু চলচ্চিত্র পরিচালক

Loading