কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত: ২:১৫ অপরাহ্ণ , আগস্ট ১৫, ২০২০

মেহেদীহাসান চৌধুরী টাঙ্গাইল অফিস :
নানা কর্মসূচীর মধ্য দিয়ে কালিহাতীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিক ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শনিবার সকালে উপজেলার চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী, উপজেলা চেয়ারম্যান আনসার আলী বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন অন্তরা, কালিহাতি থানা পুলিশের বঙ্গবন্ধুর ম্যুরাল-এ পুস্পস্তবক অর্পণ করেন জনাব সিনিয়র সহকারী পুলিশ সুপার রাসেল মনির, কালিহাতী থানার ওসি হাসান আল-মামুন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক ভূঁইয়া, কালিহাতী থানার ওসি হাসান আল মামুন পুস্পস্তবক অর্পণ করেন।
বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতি সংগঠনের পক্ষথেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরে শেখ মুজিবুর রহমানের রুহের মাখফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়াও উপজেলা প্রতিটা ওয়ার্ডসহ প্রায় দুই শতাধিক স্থানে গণভোজের আয়োজন করা হয়েছে।

Loading