রামগড়ে শিক্ষকদের প্রতি শিক্ষা উপদেষ্টার কটুক্তির প্রতিবাদে প্রাথমিক সহকারী শিক্ষকদের মানববন্ধন

বাহার উদ্দিন বাহার উদ্দিন

রামগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ , জানুয়ারি ২৯, ২০২৫

খাগড়াছড়ির রামগড়ে সারাদেশের ন্যায় প্রাথমিক সহকারী শিক্ষকদের প্রতি সরকারের শিক্ষা উপদেষ্টা কতৃক অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করে।

২৯/১/২৫ ইং ( বুধবার) বিকাল সাড়ে চারটায় রামগড় পুলিশ বক্সের সামনে রামগড় প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি কাসেম আলীর সভাপতিত্বে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধন কর্মসূচীতে বক্তারা উপদেষ্টার এমন অবমাননাকর বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান। এসময় আর ও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক সমিতির সাধারন সম্পাদক ইয়াকুব হোসেন,নাজমা বেগম,দিদারুল আলম প্রমুখ।

Loading