ধামরাইয়ে ঐতিহ্যবাহী হার্ডিঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নবীন চৌধুরী নবীন চৌধুরী প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ , জানুয়ারি ৩০, ২০২৫ ঢাকার ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ ১১১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বৃহস্পতিবার অত্র বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।এতে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজ এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুলেখা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করেন ও পুরুস্কার বিতরণ করেন ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক।আনুষ্ঠানটি পরিচালনা করেন অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ শহিদুল ইসলাম লিটন।এই সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সাফফাত আরা সাঈদ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন মোল্লা, ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক প্রধান শিক্ষক নুরুল হক,বর্তমান সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক, মিজানুর রহমান মিজান, আবুল কালাম, আবুল হোসেন, হাফিজুর রহমান ও মোঃ মোখলেছুর রহমান,সহ স্কুলের সকল শিক্ষকগণ উপস্তিত ছিলেন।অনুষ্ঠানের শুভেচ্ছান্তে ধামরাই হার্ডিঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় ও কলেজের মেধাবী শিক্ষার্থী মোঃ রুবায়েত আহমাদ রোহান মেডিকেল ভর্তি পরীক্ষায় বাংলাদেশের মধ্যে ১৩তম এবং মোঃ জাকারিয়া ১৬১৫তম স্থান লাভ করায় প্রধান অতিথি ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক তাদের হাতে শুভেচ্ছা ক্রেষ্ট তুলে দেন। শেয়ার ঢাকাবিষয়: