বান্দরবানে নৌকা ডুবে ২ শিক্ষার্থী নিখোঁজ

প্রকাশিত: ৯:১২ পূর্বাহ্ণ , জুলাই ২, ২০২৪

বান্দরবান প্রতিনিধি,

কয়েকদিন ধরে টানা বর্ষণে বান্দরবানে সাঙ্গু নদীতে পানি মাত্রা বাড়ায় পাশাপাশি পানি স্রোত বৃদ্ধি পেয়েছে। এতে বান্দরবানের থানচি উপজেলায় দুর্গম রেমাক্রী ইউনিয়নে স্কুলে যাওয়ার পথে নদীতে প্রবল স্রোতে কারণে নৌকা ডুবে প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিখোঁজ হয়েছে।

সোমবার (১ জুলাই) সকাল ১০ টার দিকে থানচি উপজেলার পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজের বিষয়টি নিশ্চিত করেছেন থানচি তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা।

নিখোঁজরা হলেন- শান্তি রানি ত্রিপুরা (১০) ২নং তিন্দু ইউপি’র ৫ নম্বর ওয়ার্ড হরিশ চন্দ্র পাড়া এলাকার মুতিজং ত্রিপুরা’র মেয়ে। অপরজন ফুলবাণী ত্রিপুরা (৯) একই এলাকার নিলাপ্রু ত্রিপুরা’র মেয়ে।

স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের মত ইঞ্জিন চালিত নৌকায় যোগে সোমবার সকালে হরিশ চন্দ্র পাড়া থেকে ৫-৬ জনের শান্তি রানি ত্রিপুরা ও ফুলবাণী ত্রিপুরা রুনাদন প্রাথমিক বিদ্যালয়ে উদ্দেশ্যে যাচ্ছিল। এসময় পদ্মমুখ সংলগ্ন চিংড়ি ঝিরির মাঝামাঝি পৌছালে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অন্যরা কোনরকম সাঁতার কেটে তীরে পৌঁছালে পারলেও দুই জন শিক্ষার্থী পানি স্রোতে ভেসে নিখোঁজ হয়।

তিন্দু ইউপি চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা বলেন, হরিসচন্দ্র পাড়ার ৩য় ও ৪র্থ শ্রেনীতে পড়ুয়া দুই শিক্ষার্থী রুনাদন পাড়া যাওয়ার পথে নৌকা ডুবে নিখোঁজ হয়েছে বলে খবর পেয়েছি। তাদের উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

থানচি ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার লিডার পেয়ার মাহমুদ বলেন, দুর্গম এলাকা হওয়ার ঘটনা খবর পেতে ব্যাহত হচ্ছিল। তাছাড়া বৈরি আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানে যাওয়া সম্ভব হয়নি। আবহাওয়া ঠিক থাকলে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করার কথা জানিয়েছেন।

 

Loading