কপিলমুনিতে কেমিক্যাল দেওয়ায় আম নষ্ট ও জরিমানা আদায়

মিলন দাশ মিলন দাশ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ , মে ৭, ২০২৪

কেমিক্যাল দিয়ে অপরিপক্ক আম পাকানোর অপরাধে কপিলমুনিতে ৩ আম ব্যবসায়ীকে জরিমানা এবং ২৪ ক্যারেট আম (আনুঃ ওজন ১৪ মন) কেরোসিন দিয়ে ও বাসের চাকায় পিষ্ট করে নষ্ট করা হয়।

জানাযায়, সোমবার রাত ৯ টার দিকে কপিলমুনির ঢাকা বাস কাউন্টার এলাকায় ওই আম জব্দ করেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহেরা নাজনীন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনি আমগুলো কেরোসিন তেল দিয়ে বাসের চাকায় পিষ্ট করেন। আম ব্যবসায়ী গোপালপুর গ্রামের ছোবানকে ১৫ হাজার, চেঁচুয়া গ্রামের এরশাদকে ১০ হাজার ও সরল গ্রামের লতিফকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় প্রসিকিউশন অফিসার হিসাবে উপস্থিত  উপজেলা স্যানিটারী এন্ড সেফ ফুড ইন্সপেক্টর উদয় কুমার মন্ডল, পেশকার ইব্রাহিম ও আনসার বাহিনীর সদস্যবৃন্দ। স্বাস্থ্য সুরক্ষায় ও জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান আদালত।

Loading